কানাডা

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর: কানাডায় খুন ভারতীও বংশোদ্ভূত গ্যাংস্টার

কানাডায় খুন হলেন ভারতীও বংশোদ্ভূত গ্যাংস্টার ও তার ছেলে। খুন হওয়া ব্যাক্তির নাম হরপ্রীত সিংহ উপ্পল। তিনি খুন হয়েছেন কানাডার এডমণ্টন শহরে। হরপ্রীত সিংহ উপ্পল জাতিতে শিখ ছিলেন।

‘হেনরি বাড়ি ফিরে এসেছে’ পোস্ট জয়ের

জানা গিয়েছে, বৃহস্পতিবার এডমণ্টনের একটি পেট্রোল পাম্পের বাইরে হরপ্রীতের গাড়ি লক্ষ্য করে গুলি ছোরে একদল দুষ্কৃতি। ঘটনাস্থলেই নিহত হন হরপ্রীত ও তার কিশোর পুত্র।

গাড়িতে সেই সময় আরও একজন উপস্থিত ছিল। সে হোল হরপ্রীতের ছেলের বন্ধু। তবে তার কোন ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। এডমণ্টনের পুলিশ জানিয়েছে, সিন্ডিকেটের লড়াইয়ের ফলে এই ঘটনা ঘটেছে। তবে সেই ক্ষেত্রেও এই ঘটনার ব্যাতিক্রম আছে। কারন গ্যাংস্টারদের একে অপরের মধ্যে যতই শত্রুতা থাকুক, কেউ কোন দিন কারো সন্তানকে হত্যা করতো না। তবে এই ঘটনায় হরপ্রীতের ছেলে গাড়িতে আছে জেনেও তার উদ্দেশ্যে গুলি চালায় দুষ্কৃতিরা। ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর