ইভিএম নিউজ ব্যুরো, ১ লা মার্চঃ কলকাতা শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে হল আরও একটি মেগা প্রকল্প যা বর্তমানে পশ্চিমবঙ্গে নির্মাণাধীন। প্রকল্পটি শেষ করতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থের পরিমাণ 25,000 কোটি টাকা।
চার লেনের হাইওয়ে করিডোরটি 675 কিলোমিটার দীর্ঘ হবে।বর্তমানে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে সময় লাগে 15 থেকে 18 ঘন্টা। কিন্তু নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত সফর সময় হতে পারে মাত্র সাত ঘণ্টা।