সরাসরি

রাজীব ঘোষ, ২৬ অক্টোবর: এবার রিজার্ভ ব‍্যাঙ্ক থেকে মিলবে সরাসরি সেভিংস বন্ড কেনার সুযোগ

সেভিংস বন্ড এবার থেকে আর বি আই- এর ডিরেক্ট পোর্টালে সরাসরি কেনা যাবে। রিজার্ভ ব্যাংকের তরফে এক সার্কুলার জারি করে জানানো হয়েছে, খুচরো বিনিয়োগকারীরা RBI এর Retail Direct Portal থেকে কেন্দ্রীয় সরকারের সিকিউরিটিজ, গোল্ড বন্ড ও ট্রেজারি বিল ক্রয় করতে পারবেন। এই পোর্টালের পণ্যের পোর্টফোলিও প্রসার করার জন্য সরকারের সঙ্গে পরামর্শ করেই ফ্লোটিং রেট সেভিংস বন্ড ২০২০ চালু করা হয়েছে।

বাজারে কি ফের আসতে চলেছে ১০০০ টাকার নোট? কি বলছে RBI?

আগে এই বন্ড স্টেট ব্যাঙ্কের যেকোনো শাখা থেকে কেনা যেত। তাছাড়া আর বি আই এর নির্ধারিত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বেশ কিছু ব্যাংক থেকে এই বন্ড কেনার সুযোগ পাওয়া যেত। বিনিয়োগকারীরা এই RBI এর ফ্লোটিং রেট সেভিংস বন্ডে আকর্ষণীয় সুদ পেয়ে থাকেন। কেন্দ্রীয় সরকার এই বন্ড ইস্যু করে থাকে। বন্ড ইস‍্যুর পর ৭ বছর পরিশোধ করা হয়। তবে এটা ট্রেড করা যায় না। আর বি আই রিটেল ডিরেক্ট স্কিম চালু করেছিল ২০২১ সালে। খুচরো বিনিয়োগকারীরা এখন RDG Account খুলতে পারবেন।

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন অনুযায়ী অনাবাসী খুচরো বিনিয়োগকারীরা সরকারি সিকিউরিটিস কেনার অনুমতি পাবেন। অনাবাসী ভারতীয়রাও এই পদ্ধতিতেই বিনিয়োগ করতে পারেন। রিজার্ভ ব্যাংকের Floating Rate সেভিংস বন্ডের সুদের হার ৭.৩৫ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ বাড়ানো হয়েছে। RDG Account খোলার জন্য প্যান কার্ড, ইমেইল আইডি, রুপি ব্যাংক অ্যাকাউন্টের নথির প্রয়োজন। আর বি আই রিটেল ডিরেক্ট পোর্টালে গিয়ে সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর