অরূপ পাল, নৈহাটিঃ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের ম্যাচে এগিয়ে থেকেও জয় পেল না ইমামি ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে তারা এক এক গোলে খেলা শেষ করলো এটিকে মোহনবাগানের সঙ্গে। ম্যাচের শুরু থেকে দাপট ছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের। ফল স্বরূপ প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় লাল হলুদ শিবির। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন দীপ সাহা। পিছিয়ে পড়েও হাল ছাড়েননি সবুজ মেরুন শিবিরের ফুটবলাররা। ইস্টবেঙ্গল ডিফেন্সে একের পর এক আক্রমণ তুলে আনেন মোহনবাগান ফুটবলাররা। কিন্তু ইস্টবেঙ্গল গোলরক্ষক আদিত্য পাত্রর জন্য গোল করতে পারেননি বাগান ফুটবলাররা। কমপক্ষে নিশ্চিত তিন টি গোল বাঁচিয়েছেন লাল হলুদ গোলরক্ষক আদিত্য। তবু শেষ রক্ষা করতে ব্যর্থ হন আদিত্য। মোহনবাগানের হয়ে গোল করে হার বাঁচান ফারদিন আলি মোল্লা। প্রথম পর্বের ম্যাচে দুই প্রধানের লড়াই শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। (EVM News) ইস্টবেঙ্গলের ডেরায় মোহনবাগানের নামে রাস্তার নামকরণ