ব্যুরো নিউজ, ১১ জানুয়ারি: একদিকে চলছে CID তদন্ত | অন্যদিকে ডাকাত দলের দৌড়াত্ব

কয়েকদিন আগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল মালদহর চাঁচল থানার পুলিশ। সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতে মালদহে ফের বড়সড় ডাকাতির ঘটনা। এবার কালিয়াচকের শাহবাজপুরে এক স্কুল শিক্ষকের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে হাত পা বেঁধে করে লুটপাট-ডাকাতি।
বিদেশে চাকরীর আশা জলে! লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারিত!
স্কুল শিক্ষক উজির আলি ও তাঁর পরিবারের লোকেদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে। বেঁধে রেখে রিতিমতো লুঠপাট করে ডাকাত দল। ঘরে রাখা টাকা, কয়েক ভরি গয়না, মূল্যবান জিনিসপত্র সবই নিয়ে পালায়।
স্কুল শিক্ষক উজির আলির পরিবার জানায়, মুখে কাপড় বাঁধা ছিল। ওই দুষ্কৃতী দল হিন্দিতেও কথা বার্তা বলছিল। এই ঘটনায় প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাঁদের। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
এর আগে মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। গত ২৫ ডিসেম্বর মালদহের চাঁচল থানার ঢিল ছোড়া দূরত্বে একটি বড় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। মাথায় হেলমেট ও মাঙ্কি ক্যাপ পরে গহনার দোকানে প্রবেশ করে তারা। দোকানের কর্মীদের মারধর করে প্রচুর গহনা লুট করে নিয়ে যায়। বেরনোর সময় এক রাউন্ড শূন্যে গুলিও চালায়। এই ঘটনায় ঝাড়খন্ডের এক যুবককে গ্রেফতার করা হয়। তারপর তদন্তে নামে সিআইডি।
কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় দুষ্কৃতী ডাকাত দল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইভিএম নিউজ




















