রাজীব ঘোষ, ১ সেপ্টেম্বর: ইলেকট্রিক SUV আসছে বিশ্ববাজারে! নয়া ইলেকট্রিক গাড়ি আসতে চলেছে বিশ্ববাজারে।

সম্প্রতি চিনের চেংদু মোটর শোতে কিয়া ইন্ডিয়া (Kia India) আনুষ্ঠানিকভাবে তাদের বৈদ্যুতিক SUV EV5 প্রকাশ করেছে। Kia EV5 ইলেকট্রিক মডেল প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই বিশ্ববাজারে এই গাড়ির প্রতি আগ্রহ শুরু হয়েছে। গাড়ির স্পেসিফিকেশন, গাড়ির ইন্টেরিয়র, গাড়ির ইঞ্জিন ও অন্যান্য টেকনিক্যাল বিষয় সম্বন্ধে জানতে চাইছেন সকলেই। বিশেষ করে যেহেতু ইলেকট্রিক গাড়ি সেই কারণে ইতিমধ্যেই গাড়ি বাজারে একটা তোলপাড় শুরু হয়েছে।

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, চিনের বাজারের পাশাপাশি বিশ্ব বাজারের বেশ কিছু অংশে বিক্রি শুরু হয়ে যাবে। ২০২৩ সালের অক্টোবরে এই গাড়িটি বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে। এবার Kia EV5 Electric SUV-র ডিজাইন, ইন্টিরিয়র, অন্যান্য টেকনিক্যাল বিষয় সম্বন্ধে একবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

টাটা গ্রুপের শেয়ারে লাখপতি!

Kia যে SUV বাজারে আনছে সেটি Sharp Alloy Wheels ও বড় লোহার বডি প্লাটিং সমন্বিত একটি সিলুয়েট রয়েছে। এসইউভি একটি টাইগার নোজ ফ্রন্ট ফ‍্যাসিয়া ও পিছনে একটি মোড়ানো লম্বা হালকা ক্লাস্টার পাওয়া যাচ্ছে। এছাড়াও সেট ব্যাক ডি পিলারগুলি SUVকে family car করে তুলেছে। কোম্পানির ফেক্সি ইলেকট্রিক এসইউভি ইভি৯ থেকে ইভি৫ এর নকশা দেওয়া হয়েছে।

আদানিদের বিরুদ্ধে ফের শেয়ারে কারচুপির অভিযোগ?

৬৪ রং এর অ্যামবিয়েন্ট লাইটিং-সহ ডিমিং ফাংশন ও বিভিন্ন রং আর প্যাটার্নসহ গৃহসজ্জার সমস্ত পদ্ধতি রয়েছে। SUV Bench Style- এর সামনের সিট, বুট স্পেস দেওয়ার জন্য পিছনের সিটগুলি ভাঁজ করে দেওয়া যায়। E V5 এর ইন্টেরিয়রের দিকে যদি একটু নজর দেওয়া যাক, একটি ফ্যামিলি কারের জন্য নিরাপদ ও আরামদায়ক আসনের ব্যবস্থা করা হয়েছে। একটি মোড়ানো ডিজিটাল প্যানেলের সঙ্গে Touch Screen Infotainment System, ডিজিটাল ডিসপ্লে ও বিভিন্ন ধরনের পৃথক সুইচ রয়েছে। অন্যান্য গাড়িগুলির মত ইলেকট্রিক এসইউভিও ওভার দ্য ইয়ার সিস্টেম আপডেট পাবে। দরকার অনুযায়ী সেইগুলোকে সক্রিয় করা যাবে। Kia EV5- এর লক্ষ্য রয়েছে compact suv সেক্টরে প্রতিযোগিতা বাড়ানো। আর সেই টার্গেটে এই গাড়ি আনা হচ্ছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর