
ইলেকট্রিক SUV আসছে বিশ্ববাজারে!
রাজীব ঘোষ, ১ সেপ্টেম্বর: ইলেকট্রিক SUV আসছে বিশ্ববাজারে! নয়া ইলেকট্রিক গাড়ি আসতে চলেছে বিশ্ববাজারে। সম্প্রতি চিনের চেংদু মোটর শোতে কিয়া ইন্ডিয়া (Kia India) আনুষ্ঠানিকভাবে তাদের বৈদ্যুতিক SUV EV5 প্রকাশ করেছে। Kia EV5 ইলেকট্রিক মডেল প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই বিশ্ববাজারে এই গাড়ির প্রতি আগ্রহ শুরু হয়েছে। গাড়ির স্পেসিফিকেশন, গাড়ির ইন্টেরিয়র, গাড়ির ইঞ্জিন ও অন্যান্য টেকনিক্যাল বিষয় সম্বন্ধে জানতে চাইছেন সকলেই।