ব্যুরো নিউজ, ১৯ অক্টোবর: ইজরায়েলে ২ হাজার মার্কিন সেনা ইজরায়েল পাহারায় দুই হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ওই সেনাদের ইসরাইল উপকূলে পাঠিয়েছে পেন্টাগন। ইজরায়েল-হামাস যুদ্ধের এমনটাই আপডেট মিলেছে সংবাদ সংস্থা সূত্রে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে ২৬তম ম্যারিন এক্সপেডিশনারি ইউনিটের 'র্যাপিড রেসপন্স ফোর্স' ইজরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওমান সাগরে মোতায়েন থাকা ইউএসএস ব্যাটান যুদ্ধজাহাজে রয়েছে মার্কিন সেনা বাহিনী। বাংলা ভালো নেই! ইরানের জলসীমার কাছে টহল দিচ্ছে কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ। তবে এই সেনারা ইসরাইলের কত কাছে গিয়ে অবস্থান করবে ও তারা যুক্তরাষ্ট্রের পাঠানো আরও দুই স্ট্রাইক গ্রুপের সঙ্গে যুক্ত হবে কিনা তাও জানা যায়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মূলত ইরান ও লেবাননের হিজবুল্লাহকে একটি সতর্কবার্তা দেওয়া মাত্রই সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই বিষয়ে পেন্টাগনের কর্মকর্তাদের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র হামাস-ইজরায়েলের যুদ্ধে সরাসরি যোগ দেবে। ইভিএম নিউজ