আলিপুরদুয়ারে শুরু হয়েছে বইমেলা । জানুয়ারি থেকে আলিপুরদুয়ার শহরের পেরেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে নবম জেলা বইমেলা।বইমেলা প্রাঙ্গনে সুদূর কলকাতা থেকে এসেছেন বিভিন্ন প্রকাশক।আলিপুরদুয়ার বি এন ক্লাব মাঠ থেকে বর্‌নাঢ্য শোভাযাত্রা আলিপুরদুয়ারের দীর্ঘ রাজপথ পরিক্রমা করে। তবে মেলায় অংশ নেওয়া প্রকাশকরা কিছুটা হলেও ক্ষুব্ধ, কারণ একই মাঠে তিনটি মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীদের হস্তশিল্পের সম্ভার সাজিয়ে বসেছে সবলা মেলা। আবার ১৭ তম ডুয়ার্স উৎসবও শুরু হয়েছে এই মেলা প্রাঙ্গনেই। তাই ক্রেতা হারানোর ভয় পাচ্ছেন প্রকাশকরা। ই-বুক প্রসঙ্গে তাদের মত, “ই-বুকের রমরমা থাকলেও এই মেলাতে তার কোনো প্রভাব পড়েনি। কিন্তু অনান্যবারের তুলনায় ব্যাবসা অনেক কম।“ অবশ্য তারা আশাবাদী,  বই প্রেমিরা বইমেলায় যথেষ্ট সংখ্যায় আসবেন এবং বই কিনবেন। তবে বইমেলা সংলগ্ন প্রাঙ্গনে ইতিমধ্যেই ঝালমুড়ি, ফুচকা,ঘুগনি,জিবেগজা,জিলিপির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর