সামু দাস, আলিপুরদুয়ার ২৫ ফেব্রুয়ারিঃ সদ্যোজাত সন্তানকে কোলে নিয়েই মাধ্যমিক পরীক্ষা দিলেন মা। আলিপুরদুয়ারে কালচিনি ব্লকের লতাবাড়ি হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন স্নেহা কান্দুলনা। তিনি স্থানীয় কালচিনি ব্লকের হাসিমারা হিন্দি হাই স্কুলের ছাত্রী। শুক্রবার রাতেই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তাকে তখনই নিয়ে যাওয়া হয় স্থানীয় লতাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যে চিকিৎসক রাতে সেখানে অন ডিউটি ছিলেন, তার তত্ত্বাবধানেই পুত্র সন্তান প্রসব করেন স্নেহা। এদিকে শনিবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। খবর পেয়ে তৎপর হয় স্থানীয় প্রশাসন। ওই লতাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেডে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়। স্নেহা নিজেও ভীষণভাবে চাইছিলেন পরীক্ষা দিতে।

তবে শুধু পরীক্ষার ব্যবস্থা করেই দায় সারে নি প্রশাসন। হাসপাতালে বসে যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন সদ্য মা হওয়া স্নেহা, কোন অসুবিধা যাতে না হয়, সেই গোটা ব্যাপার দেখভাল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক স্বয়ং।পরীক্ষা শুরুর বেশ খানিকক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছে যান। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তিনি স্নেহার পাশেই ছিলেন।

একইসঙ্গে তৈরি ছিলেন চিকিৎসক ও নার্সরাও। ছিলেন আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী।আপৎকালীন ব্যবস্থাও তৈরি রাখা হয়েছিল। যাতে স্নেহার বা শিশুটির কোন শারীরিক অসুবিধা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করা সম্ভব হয়। পুলিশ প্রহরারও ব্যবস্থা করেছিল প্রশাসন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর