ইভিএম নিউজ ব্যুরো, ২৩ মেঃ (Latest News) স্বস্তির বৃষ্টির মুখ দেখতে চলেছে রাজ্যবাসী

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আদ্রতার পরিমাণ সর্বোচ্চ থাকবে ৯০ শতাংশ সর্বনিম্ন আদ্রতার পরিমাণ থাকবে ৪৪ শতাংশ। আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর অনুযায়ী, আগামী বুধবার থেকেই রাজ্যে বদলে যাবে আবহাওয়া। একাধিক জেলার ঝড় বৃষ্টি হতে পারে।

আজ সারাদিনে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত শহর কলকাতায় ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর বজায় থাকবে তবে বুধবার থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৪ তারিখ পর্যন্ত ৫০ – ৬০ কিলোমিটার বেগে ঝোড় হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। তবে দক্ষিণবঙ্গে ২৫ তারিখ শিলাবৃষ্টি হবে না। ফের ২৬ এবং ২৭ তারিখ বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। যে যে জেলাগুলিতে ঝড় হওয়া সহবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোর নাম হল দুই- ২৪ পরগনা, হাওড়, হুগল, কলকাতা। এছাড়াও গাঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ২৫ তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছুটা তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে।

পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে তাপ প্রবাহের সর্তকতা জারি করেছে IMD।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২৪ তারিখ বুধবার ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্নাবর্ত তৈরি হবে। ফলে পশ্চিমবঙ্গের ওপর প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসবে এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির মুখ দেখতে চলেছে রাজ্যবাসী। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর