থেকে

ব্যুরো নিউজ, ১৬ জানুয়ারি: আঢ্যর অফিস থেকে উদ্ধার প্রচুর পরিমানে বৈদেশিক টাকা

রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া বনগাঁর তৃণমূল নেতা ডাকু ওরফে শঙ্কর আঢ্যর অফিসে তদন্ত করতে গিয়ে প্রচুর পরিমানে বাংলাদেশি টাকা উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। গতকাল দুপুর প্রায় ১২টা নাগাদ শঙ্কর আঢ্যর মারকুইস স্ট্রিটের ১১/১এ- তে অবস্থিত ফরেক্স প্রাইভেট লিমিটেড নামে বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার অফিসে হানা দিয়েছিল ইডি। সেখান থেকে রাতে প্রচুর বিদেশি মুদ্রা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা।

আদালতের কাছে ভুল স্বীকার করে নিঃশর্তে ক্ষমা চাইলেন পর্ষদ সচিব

জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই বাংলাদেশি টাকার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা। মারকুইস স্ট্রিটের এই অফিস ছাড়াও কলিন্স লেনে ত্রিনয়নী ফরেক্স, চৌরঙ্গী লেনে এসআর ফিনান্স প্রাইভেট লিমিটেডেও হানা দেয় ইডির টিম। এই সবগুলি জায়গায় রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শঙ্কর আঢ্যর সঙ্গে সম্পর্কিত বলে ইডি সূত্রে খবর।

ইডি সুত্রে দাবি, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর একাধিক বৈদেশিক মুদ্রা বিনিময়ের সংস্থা রয়েছে। আদালতে এর আগে ইডি জানিয়েছিল, রাজ্যে মোট ১৯টি বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে শঙ্কর আঢ্যর। যার মধ্যে বেশিরভাগই সীমান্তবর্তী এলাকায় বলে জানা গিয়েছে। এই সূত্র ধরেই গতকাল শঙ্করের অফিস থেকে ইডি ওই টাকা উদ্ধার করেছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর