সঙ্কল্প দে, ২০ মার্চঃ শীতের বিদায় সম্পন্ন হয়েছে, বসন্তকালেরও শেষ মুহূর্ত।কিন্তু হঠাৎ পরিবর্তন আবহাওয়ার। অনেকেই আবার আবহাওয়া পরিবর্তনের কারণ হিসেবে শিলাবৃষ্টিরকে চিহ্নিত করেছেন।রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগাম পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই মতো রবিবার ভোর থেকেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি।
প্রাপ্তি, দার্জিলিংয়ের সান্দাকফুর তুষারপাত। শুধু সান্দাকফুই নয় ,দার্জিলিংয়ের বেশ কিছু অঞ্চলেও এই তুষারপাতের ঘটনা ঘটেছে। তুষারের চাদরের ঢাকা পড়েছে সেখানকার বিস্তীর্ণ এলাকা। অসময়ে তুষারপাত হওয়ায় বেজায় খুশি পর্যটক মহলও। গোটা শীতকাল জুড়ে তুষারপাতের আশায় বসেছিলেন পর্যটকরা। অবশেষে তাঁদের সেই আশা পূরণ করলো প্রকৃতি। উপভোগ করেছেন সান্দাকফুর বাসিন্দারাও।
রবিবার ঝড় বৃষ্টির কারণে পাহাড়ে রাস্তার পাশে থাকা কয়েকটি বিদ্যুৎপোল পড়ে গিয়েছে। উপড়ে গিয়েছে বেশ কিছু গাছও। ফলে যাতায়াত ব্যবস্থাও কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছে বলে জানা গিয়েছে। একদিকে পাহাড়ে তুষারপাত ও অন্যদিকে সমতলে বৃষ্টির কারণে উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে।ফলে ফিরে এসেছে শীতের আমেজ।