বার

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: অনুব্রত ও মনিশ ঘনিষ্ঠের বাড়িতে ইডির হানা

 

হাওড়া থানা অন্তর্গত রাউন্ড ট্যাঙ্ক লেনের শান্তি কুঞ্জ আবাসনের সি ব্লকে মনোজ কুমার মানহোদের বাড়িতে ইডির হানা। সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি পেশায় চাটার একাউন্টেন্ট। দুপুর ১২:৩০ নাগাদ ইডি আধিকারিকদের সাতজনের একটি দল তার বাড়িতে হানা দেন।

মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিলেন ইডি

সূত্রের খবর, মনোজ কুমার মানহোদ অনুব্রত ও মনিশ কুমারের ঘনিষ্ঠ ছিলেন। গরু পাচার কাণ্ডে ED- এর আতশ কাঁচের নিচে নাম ছিল মনোজ কুমার মনোহদের। গত ৪ মাস আগেও এখানে ইডি হানা দেন। তবে বাড়ি বন্ধ থাকায় তারা চলে যান।

 

ED-এর ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন মনোজ। তবে আজকে পুনরায় তারা গোপন সুত্রে খবর পেয়ে তারা হানা দেন। সেই সময় ঘরে উপস্থিত ছিলেন মনোজ কুমার মানহোদ। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর