ইভিএম নিউজ ব্যুরো, ২ মেঃ (Latest News) ভারত সরকার এর পাশাপাশি রাজ্য সরকারের হজ দপ্তর গুলির দ্বারা আয়জিত হয় এই হজ যাত্রা। প্রতি বছর ন্যায় এবারও হজ যাত্রার প্রস্তুতি চলচ্ছে ইসলামাবাদ মানুষদের মধ্যে।
ইসলামপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম বলেন, ২৮৫ জন হজযাত্রী এবার ইসলামপুর মহকুমা থেকে হজযাত্রা করতে যাবেন।তাদের প্রশিক্ষণ দেওয়া হলো কলকাতা থেকে আশা ট্রেনার দের মাধ্যমে। প্রশিক্ষণে শেখানো হয়েছে, কিভাবে তারা হজ পরবে। যাত্রা কিভাবে করবেন ইত্যাদি।
পশ্চিমবঙ্গ হজ কমিটির পক্ষ থেকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে। হজ যাত্রীদের যাওয়ার সমস্ত ব্যবস্থা যেমন পাসপোর্ট ভিসা থেকে হজ যাত্রীদের টীকা করন সবই করা হবে বলে জানালেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। (EVM News)



















