ইভিএম নিউজ ব্যুরো, ৮ অগাস্টঃ (Latest News) হিজাব না পড়লে এবার নতুন ধরনের শাস্তির মুখে পড়তে হচ্ছে ইরানের মহিলাদের। অতীতে হিজাব না পরার অপরাধে দেশটির প্রশাসন সেখানকার মহিলাদের জেল, জরিমানা, গাড়ি বাজেয়াপ্ত করা করে নেওয়ার মতো বিভিন্ন শাস্তি দিয়েছে। এমনকি বেসরকারি সংস্থায় কর্মরত মহিলারা যদি হিজাব না পরে যান তাহলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য সেখানকার প্রশাসনের উপরও চাপ দিয়েছে।
কিন্তু এবার সেখানকার প্রশাসন নতুন এক ধরনের শাস্তির ব্যবস্থা করেছে। হিজাব না পড়লে শাস্তি হিসেবে মর্গের মৃতদেহ পরিষ্কার বা মানসিক চিকিৎসা অথবা দুটোই একসাথে করতে হতে পারে। শাস্তি থেকে বাদ যাবে না স্কুল পড়ুয়া মেয়েরাও। ইরানে হিজাব বিরোধী আন্দোলন রুখতে এইভাবে একের পর এক শাস্তির ব্যবস্থা করছে ইরানের প্রশাসন।
সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইরানের পার্লামেন্টে জুলাই মাসের শেষের দিকে হিজাব সংক্রান্ত যে বিলটির প্রস্তাব আনা হচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, সে দেশে হিযাব বিরোধী আন্দোলন যে আরও জটিল আকার ধারণ করতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। (EVM News)