ইভিএম নিউজ ব্যুরো, ২৩ জুলাইঃ (Latest News) কলকাতা যেমন পরিচিত ফুটবল, রসগোল্লা, সেকেন্ড ব্রিজ আর রবীন্দ্রনাথের জন্য, ঠিক তেমনই পরিচিত হলুদ ট্যাক্সির জন্য। কলকাতার সঙ্গে হলুদ ট্যাক্সি ওতপ্রোতভাবে জড়িত। দেখতে আহামরি না হলেও ভারতের এক সময়ের এই সাদামাটা ট্যাক্সি, এককালে বহন করত আভিজাত্যের চিহ্ন।

বর্তমানে অ্যাপক্যাবের যুগে হলুদ ট্যাক্সির চাহিদা অনেকটাই কমে গিয়েছে। আর রমরমিয়ে বেড়েছে ওলা উবেরের রাজত্ব। তাই এবার হলুদ ট্যাক্সিকে বাঁচানোর জন্য অ্যাপের আয়তায় আনছে পরিবহন দপ্তর (WBTC)। পরিবহন দপ্তর সূত্রে খবর, তারা আগামী মাসেই ‘যাত্রী সাথী’ (Yatri Sathi) নামে একটি অ্যাপ বাণিজ্যিকভাবে শুরু করতে চলেছে। তথ্য প্রযুক্তি দফতরের সোসাইটি ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি রিসার্চ (SNLTR) সংস্থা এই অ্যাপক্যাবের ব্যবসা করতে লাইসেন্স নিয়েছে।

এই প্রসঙ্গে পরিবহণ দফতরের দাবি, অন্যান্য অ্যাপ ক্যাবের তুললায় এই হলুদ ট্যাক্সির ভাড়া অনেকটাই কম হবে। বর্তমানে হলুদ ট্যাক্সি বিরুদ্ধে অভিযোগ, মিটার যা ওঠে তার চেয়ে বেশি ভাড়া চান চালকরা। আবার অন্যদিকে অ্যাপক্যাবের বিরুদ্ধে অভিযোগ, সারচার্জের নাম করে যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া হয়। এই পরিস্থিতিতে অ্যাপ ‘যাত্রী সাথী’ চালু হলে যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

এই নয়া ভাবনার মূল কারণ হল দুটি। প্রথমটি হল, হলুদ ট্যাক্সিকে নিয়ন্ত্রণে আনা এবং দ্বিতীয়টি হল দিনে দিনে ওলা উবেরের যেভাবে বাড়বাড়ন্ত হচ্ছে, তাতে খানিকটা বেড়ি পড়ানো। সম্পূর্ণ বিষয়টি নিয়ে বিভিন্ন ট্যাক্সি চালক ইউনিয়ন এবং অ্যাপক্যাব চালক সংস্থার ইউনিয়নগুলো সরকারের নয়া ভাবনাকে স্বাগত জানিয়েছেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর