ইভিএম নিউজ ব্যুরো, ১ জুনঃ(Latest News) যত কাণ্ড হলদিয়ায়, বেধড়ক মার খেলেন হলদিয়া আই কেয়ারের সম্পাদক আশিষ লাহিড়ী। আসিসের অভিযোগ, সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের ব্যাক্তিগত জীবনে হস্তক্ষেপ করায় সাংসদের দুই ছেলে এবং ভাগ্না হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের সামনে বেধড়ক মারধর করেন আশিষকে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের প্রাণ বাঁচাতে আশিষ দৌড়ে পালিয়ে গিয়ে স্থানীয় থানায় আশ্রয় নেন।
এর আগেও আশিষ বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে আই কেয়ারের টাকা তছরুপ এমনকি কলেজ গুলিতে অর্থের বিনিময়ে বেআইনি ভাবে ছাত্র ভর্তিরও অভিযোগ রয়েছে। আর এবার লক্ষণ শেঠের বিবাহ সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করায় তাকে মার খেতে হল।
দু’জনের নামেই আশিষ বাবু হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ। (EVM News)