ইভিএম নিউজ ব্যুরো, ১ অগাস্টঃ (Latest News) বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়া নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ গত বুধবার বিধানসভা অধিবেশনে সরব হওয়ার পরই সোমবার স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ না করলে বেসরকারি হাসপাতালগুলির লাইসেন্স বাতিল করার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবারের অধিবেশনে শিলিগুড়ি বিধায়ক শংকর অভিযোগ জানিয়েছিলেন, স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় থাকা রোগীদের ভর্তি করা নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির অনীহা প্রকাশের ঘটনা প্রকাশ্যে আসছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আমজনতাকে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানালেও যথাযথ ব্যবস্থা তারা গ্রহণ করতে একেবারেই তৎপর নয়। পাশাপাশি রোগীর শারীরিক পরিস্থিতি সংকটজনক হলেও হাসপাতাল কর্তৃপক্ষের মানবিকতার অভাব দেখা যাচ্ছে। চলতি বছরের মার্চ মাসে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ভোগান্তির অভিযোগ এলে “প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট” এর মাধ্যমে এর সমাধান করার প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় স্বাস্থ্য সাথী কার্ড এর অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক শংকর। (EVM News)