ইভিএম নিউজ ব্যুরো, ১১ এপ্রিলঃ ফের অসমে উদ্ধার হল বিরল প্রজাতির বানর । অসমের কাছাড় জেলার ধোলাই এলাকা থেকে উদ্ধার বিপন্ন প্রজাতির ৯ টি প্রানী। জানা গিয়েছে প্রজাতিটির নাম ‘স্পাইডার বানর’। আর বানরগুলিকে বিদেশ থেকে পাচার করে নিয়ে আসা হয়েছিল অসমে। সোমবার ধোলাই থেকে যে প্রাণীগুলিকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে আছে সাতটি ‘স্পাইডার বানর’ (Spider Monkey)। সেখান থেকে দুটি লেমুরও (Lemur) উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছিল ওই প্রানীগুলিকে। আর আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বানরগুলিকে বিদেশ থেকে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল। এবং রাস্তার পাশে সেগুলি ফেলে রেখে পালিয়ে চলে যায় পাচারকারীরা। ওই পাচারকারীগুলিকে খোঁজ চালাচ্ছেন বনবিভাগের আধিকারিকেরা।
এই প্রসঙ্গে বন দফতরের আধিকারিকেরা জানান, স্পাইডার বানর দেখা যায় মাদাগাস্কার এবং দক্ষিণ আমেরিকার জঙ্গলে। লেমুর পাওয়া যায় পানামা এবং কলম্বিয়া এলাকায়। আপাতত প্রানীগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটির চিড়িয়াখানায় । ওই প্রাণীগুলির শারীরিক পরীক্ষার পরে একটি বিশেষ অ্যাম্বুলান্সে করে সেগুলিকে নিয়ে যাওয়া হয় চিড়িয়াখানায়।(EVM News) ভারতে এইবছর গ্রীষ্মের তাপমাত্রা পৌঁছতে পারে ৫০ ডিগ্রীতে