ইভিএম নিউজ ব্যুরো, ১১ অগাস্টঃ (Latest News) এবার প্রাথমিক শিক্ষকের চাকরির সুযোগ আর পাবেন না বিএড প্রশিক্ষিত শিক্ষকেরা (B.Ed trained)। তাই এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কেবলমাত্র ডিএলএড প্রশিক্ষিতরা। আজ, নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ। তবে বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
রাজ্যের প্রাথমিক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) এই রায়ের ফলে বহু আন্দোলনকারী বিপাকে পড়বেন বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ।কারণ, রাস্তায় বসে যারা আন্দোলন করছেন তাঁদের মধ্যে রয়েছেন ২০১৪ সালে টেট পাশ করা বহু চাকরিপ্রার্থী। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সুপ্রিমকোর্টের নয়া নির্দেশের ফলে অন্যান্য রাজ্যের বহু চাকরিপ্রার্থী (B.Ed trained) বিপাকে পড়বেন বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যের নিয়োগ দুর্নীতি সামনে আসার পর গত বছর একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, বিএড প্রশিক্ষিতরাও প্রাথমিকের চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের নয়া রায়ের ফলে ওই নির্দেশও খারিজ হয়ে যায়।
এই প্রসঙ্গে শিক্ষামহলের মত, বিএড প্রশিক্ষিতদের ক্ষেত্রে আরও উচ্চপ্রদস্থ অনেক চাকরির সুযোগ থাকে। আর ডিএলএড প্রশিক্ষণ শুধুমাত্র প্রাথমিক চাকরির জন্যই কেবলই প্রযোজ্য। (EVM News)