ইভিএম নিউজ ব্যুরো, ১১ এপ্রিলঃ বর্তমানে অ্যাপ ক্যাব পরিষেবা যথেষ্ট প্রচলিত সকলের কাছে। তবে বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলির পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। যেমন বাড়তি ভাড়া আদায়, রাতের দিকে গাড়ি না পাওয়ার সমস্যা, যাত্রীর নিরাপত্তা সহ যাবতীয় নিয়মকানুন নিয়ে অভিযোগ রয়েছে বেসরকারি সংস্থাগুলির বিরুদ্ধে। তবে এবার এই সমস্ত সমস্যার সমাধান করতে আগামী পয়লা বৈশাখ থেকে চালু হতে চলেছে সরকারি আপ ক্যাব পরিষেবা। দেশে এই প্রথম এইরকম উদ্যোগ নিচ্ছে কোনও রাজ্যের সরকার।
জানা গিয়েছে, যেখানে বেসরকারি অ্যাপ ক্যাবে ভাড়া ১০০ টাকা, সেখানে সরকারি ক্যাবে হবে ৬৫ থেকে ৭০ টাকা। আর হলুদ ট্যাক্সির মূল ভাড়ার ওপর ৫ থেকে ১০ শতাংশ ভাড়া নির্ধারণ করা হবে। পরে নন–এসি হলুদ ট্যাক্সিগুলিতে এসি বসানোর পরিকল্পনা রয়েছে।

সুতরাং বেসরকারি অ্যাপ–ক্যাবদের দুর্ব্যবহার এবং অতিরিক্ত ভাড়ার দিন এবার চিরতরের জন্য শেষ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় কলকাতার বুকে খুব শীঘ্রই চালু হতে চলেছে এই সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা। এই বিষয়ে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব রাজীব কুমারের সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর একটি বৈঠকেও বসেন। শিয়ালদা, হাওড়া, কলকাতা রেল স্টেশন এবং দমদম এয়ারপোর্ট থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সরকারি অ্যাপ ক্যাব।(EVM News) 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর