সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে একে অপরকে রাজনৈতিকভাবে টেক্কা দেওয়ার লড়াই জোরকদমে চলছে। সম্প্রতি ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে পুরো রাজ্য সরগরম। আর তার আগে ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য বড় ঘোষণা করলো বিজেপি। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে নরেন্দ্র মোদি ভাষণ দিতে গিয়ে বলেন, লোকসভা নির্বাচনের বাকি আর ৪০০ দিন। এই ৪০০ দিনে তাঁদের ইতিহাস তৈরি করতে হবে বলে মন্তব্য করেন মোদি। ১৮-২৫ বছর বয়সী ভোটারদের মূল লক্ষ্যে রাখতে হবে। তাঁদের প্রতি বিশেষ নজর দিতে হবে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটারদের সংখ্যা অনেকটাই বেশি। এনআরসি নিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিজেপির যে দূরত্ব রয়েছে সেই বিষয়ে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল। আর এই বিষয়টিকে নিরশন করার জন্য দলীয় নেতাদের বার্তা দিয়েছেন, অন্যান্য রাজ্য ও পশ্চিমবঙ্গ সহ সংখ্যালঘুদের নিজেদের দলে টানতে গেলে ময়দানে নামতেই হবে। প্রধানমন্ত্রীর কথায়, মুসলিম সম্প্রদায় সম্পর্কে ভুল বার্তা দেওয়া যাবে না। এমন কোনও মন্তব্য করা যাবে না যা থেকে বিতর্কের সৃষ্টি হয়।’ তবে শুধু মুসলিম সম্প্রদায় নয় সব শ্রেণির মানুষের সঙ্গে মেলামেশা করার নিদান দিয়েছেন তিনি। কারণ, সংখ্যালঘুদের ভোটে থাবা বসাতে না পারলে ’২৪-এর বৈতরণী পার হওয়া কঠিন তা বিলক্ষণ জানে বিজেপি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর