ইভিএম নিউজ ব্যুরো, ৩১ জুলাইঃ (Latest News) রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রীতিমতো আশঙ্কাজনক অবস্থা। কিন্তু স্বাস্থ্য দফতর তথা রাজ্য প্রশাসন গা ছাড়া মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ করলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিধানসভার বাইরে এদিন এর প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়করা। যার নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পেরিয়েছে।
শুভেন্দুর আরো অভিযোগ, রাজ্যে ডেঙ্গি আক্রান্তদের সঠিক সংখ্যা কত, এ বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্যই নেই স্বাস্থ্য দফতরের কাছে। (EVM News)