ইভিএম নিউজ ব্যুরো, ১১ অগাস্টঃ (Latest News) আজ বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। তাঁর এই মৃত্যুবার্ষকী দিবসে কাঁথির অগ্নিকিশোর ক্ষুদিরাম বসুর দন্ডায়মান পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে সংগ্রহশালা পরিদর্শন করলেন বিরোধী দলনেতা তথা জননেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

জন্ম ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর মেদিনীপুর শহরের কাছাকাছি (বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা) কেশপুর থানার অন্তর্গত মৌবনী (হাবিবপুর) গ্রামে।

দেশের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসাবে হাসিমুখে ফাঁসিতে চড়েছিলেন ক্ষুদিরাম বসু । আজ সেই মৃত্যুবার্ষকী।
১৯০৮ সালের ১১ অগাস্ট মুজফফরপুর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় এই মহান বিপ্লবীর। অত্যাচারী প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফফরপুরে একটি গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলেন। কিন্তু, ডগলাস ওই গাড়িতে ছিলেন না,তার বদলে ওই গাড়িতে ছিলেন দুই মহিলা মিসেস কেনেডি ও তাঁর কন্যা । বোমার আঘাতে তাদের মৃত্যু হয়।

পুলিশ তাঁকে ধরার আগেই প্রফুল্ল চাকি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। ক্ষুদিরাম বসুকে গ্রেফতার করে পুলিশ। ব্রিটিশ বিচারকের প্রাণনাশের চেষ্টার অপরাধে দোষী সাব্যস্ত হন ক্ষুদিরাম। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিলেন মাত্র ১৮ বছর বয়সী ক্ষুদিরাম।

কাঁথিতে আজকে এই মহান বিপ্লবীর মূর্তিতে মাল্যদান করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আজকের দিন সাহসের দিন লড়াইয়ের দিন সংগ্রামের দিন । তিনি আরও বলেন সারা ভারত এই মহান বিপ্লবীর আত্মত্যাগ কে নতমস্তকে স্মরণ করছে ।
এরপর তিনি কাঁথিতে ক্ষুদিরাম বসুর সংগ্রহশালা ঘুরে দেখেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর