জাহাঙ্গির বাদশা,পূর্ব মেদিনীপুরঃ বল ভেবে লাথি মেরে বোমা বিস্ফোরণের ঘটনায়, রাজ্যে শিশু মৃত্যু বা আহত হওয়ার ঘটনা, এর আগেও ঘটেছে। কিন্তু দিনেদুপুরে বাগানে শুকনোপাতা কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনা, তুলনায় নতুন। আর সেই নতুন বিস্ফোরণ ঘটলো, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইটাবেড়িয়ায়।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে এলাকারই একটি বাঁশবাগানে ছ বছরের শিশুপুত্রকে নিয়ে পাতা কুড়াতে গিয়েছিলেন, ইটাবেড়িয়াগ্রামের বাসিন্দা সাহানা বিবি। সে সময় মাটিতে পড়ে থাকা পাতার মধ্যে কিছু একটা দেখতে পেয়ে, সেটি হাতে তুলে নেয় ছ’বছরের ওই বালক। সাহানা তাঁর ছেলেকে সেটি ফেলে দিতে বললে, শিশুটি নরমহাতে সেই বস্তুটি ছুঁড়ে ফেলতেই, মুহূর্তে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাগান ও আশপাশের এলাকা। গুরুতর জখম হন শাহানা ও তাঁর ছেলে।
বিস্ফোরণের আওয়াজ পেয়ে আশপাশ থেকে লোকজন ছুটে এসে, আহত সাহা ও তাঁর ছেলেকে নিয়ে তড়িঘড়ি এখানকার মুখবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় পরে সেখান থেকে তাদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিভাবে কোথা থেকে এলো এই বোমা, তার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। কবে পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় জেলা জুড়ে ফের ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা।