ইভিএম নিউজ ব্যুরো, ১ অগাস্টঃ (Latest News) ফের অর্থের বিনিময় নিজের শিশু বিক্রির ঘটনা। খোদ কলকাতার বুকে শিশু পাচারচক্রর হদিশ। ধৃত এক মা। ৪ লাখ টাকার বিনিময়ে নিজের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ধৃত মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত মহিলার নাম রুপালি মণ্ডল। মা-সহ ৫ মহিলাকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বেশ অনেকদিন ধরেই এলাকায় রমরমিয়ে চলছে শিশু চুরির চক্র। চড়া দামে বিক্রি করা হচ্ছে অপহৃত শিশুদের। জানা গেছে, দালাল মারফত মেদিনীপুরের বাসিন্দা এক মহিলার কাছে নিজের ২১ দিনের শিশুকে বিক্রি করে দিয়েছিলেন ওই অভিযুক্ত মহিলা। মেদিনীপুরের বাসিন্দা কল্যাণী গুহ নামে এক মহিলার কাছে শিশু বিক্রি করে দেওয়া হয়েছিল চারজন দালাল মারফত। মেদিনীপুরের ওই মহিলার কলকাতায় একটি বাসস্থান আছে। তার কাছে ২১ দিনের শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়। প্রথমে সন্দেহ না হলেও পরে দম্পত্তির সন্দেহ হয় যে, শিশুটি চুরি করে এনে বিক্রি করা হয়েছে। বোঝামাত্রই আনন্দপুর থানায় গিয়ে অভিযোগ জানান ওই দম্পতি।র্পালারে পাক গুপ্তচর? তরুণীকে ঘিরে রহস্য কলকাতায়
দম্পতির অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। তারপরই পুলিশ বুঝতে পারে এটা শিশু পাচারচক্রের কাজ। এই চক্র মূলত ফুটপাতের শিশুদের তুলে নিয়ে গিয়ে পাচার করে, বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের জেরা করে এই চক্রের মূল শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারী অফিসাররা। (EVM News)