ইভিএম নিউজ ব্যুরো, ১৭ ফেব্রুয়ারিঃ কচিকাঁচা পড়ুয়া থাকলেও, তাদের জন্য কোনও স্কুলবাড়ি নেই। নেই এমনকী, কোনও মিড ডে মিলের রান্নাঘরও। অগত্যা খোলা আকাশের নীচেই চলছে সুসংহত শিশুবিকাশ প্রকল্পের লেখাপড়া সহ রান্নার কাজ। বাঁকুড়ার রাইপুর ব্লকের শালডাঙা মোড় আদিবাসী পাড়ার এই ছবি উঠে এসেছে, ইভিএম নিউজের ক্যামেরায়।
প্রসঙ্গত, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর গত ২০১২ সালে, রাইপুর ব্লকের এই আইসিডিএস কেন্দ্রটি শুরু হয়েছিল এই গাছতলায়। তারপর দীর্ঘ একদশক পেরিয়ে গেলেও, আজও এখানে আসা কচিকাঁচাদের জন্য মাথার ওপর একটা ছাদ তৈরি হয়নি। গ্রামবাসীদের দাবি বারবার জেলাপ্রশাসনের সংশ্লিষ্ট বিভাগে বিষয়টি জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এমনকী স্থানীয় বিধায়ক তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতিও বিষয়টি জানেন। তারপরেও কোনও হেলদোল নেই। অথচ এই কেন্দ্রের পাশেই রয়েছে একটি বিএড কলেজ। আছে সরকারি জমিও।
ঘটনা হল, শুক্রবারই বাঁকুড়া জেলায় প্রশাসনিক সফর তথা বৈঠকে এসে, এই জেলা তথা গোটা রাজ্যে শিক্ষার উন্নয়নে, তাঁর নেতৃত্বাধীন সরকারের সাফল্যের ফিরিস্তি, ফের একবার দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এই প্রশাসনিক সফরেও ফের ব্রাত্যই হয়ে রইল, রাজ্যের ক্ষুদে ভবিষ্যতদের এই সামান্য প্রয়োজন। রাহুল কর্মকারের