মনসারাম কর, ঘাটালঃ পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় বেহাল রাস্তা সহ নাগরিক পরিষেবা নিয়ে বিক্ষোভের মুখে পড়ছেন, ‘দিদির দূত’-রা। আর সেই বিক্ষোভের আগুনে নতুন করে ঘি দিল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একটি পথদুর্ঘটনা। স্থানীয়সূত্রে জানা গেছে, ঘাটালের পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তাটির সংস্কারের জন্য প্রশাসনের একাধিক কর্তার কাছে বারবার আবেদন নিবেদন জানানো হলেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি বলে অভিযোগ, এখানকার বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই এ নিয়ে পঞ্চায়েত ভোটের আগে এলাকাবাসীর ক্ষোভের পারদ তুঙ্গে উঠেছিল। আর সেই আগুনে ঘি দিয়ে শুক্রবার সন্ধেয় এই রাস্তায় পথ দুর্ঘটনা শিকার হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় কিসমত দীর্ঘগ্রাম এলাকার বাসিন্দা মৃতের নাম আনন্দ খাঁ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই, শনিবার সকাল থেকে পাঁচকিলোমিটার ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় জনপ্রতিনিধি আর প্রশাসনের বিরুদ্ধে মোহন মোহ খুব উগরে দিলেন বিক্ষুব্ধ অবরোধকারীরা।
ঘটনায় রাজনীতির রঙ লাগতেও বিশেষ দেরি হল না। স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাটের কটাক্ষ, “রাজ্যের সরকার তথা শাসকদল মেলা, খেলা, মোচ্ছব আর একাধিক দুর্নীতিতে জড়িয়ে পড়ে নিজেদের ভাবমূর্তি মেরামতের কাজে নিয়ে এতটাই ব্যস্ত যে, মানুষের সমস্যা নিয়ে মাথাব্যথার সময় এই সরকারের নেই। যদিও ঘাটাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মন্টু কুমার বাইরির সাফাই “এই রাস্তাটি মেরামতের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু কিছু ভুল থাকার কারণে, সেটি কার্যকর করা যায়নি। আপাতত রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরে নতুন করে পরিকল্পনাটি পাঠানো হয়েছে। খুব শিগগিরই রাস্তাটির মেরামতির কাজ শুরু হবে।
তবে এই ধরনের আশ্বাস বহুবার শুনে নতুন করে সেই একই আশ্বাসে আর বিশ্বাস করতে রাজি নন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আর পথচারীরা। ফলে শনিবার তাদের এই পথ অবরোধ আর বিক্ষোভ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের আধিপত্যে থাবা বসালে সেটা যে মোটেই অস্বাভাবিক কোনও ঘটনা হবে না, তেমনটাই মনে করছেন পশ্চিম মেদিনীপুরের রাজনীতির পর্যবেক্ষকদের একটা বড় অংশ।