ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুনঃ(Latest News) একবার নয়, রাজ্যপাল সিভি আনান্দ বোস দ্বিতীয়বার সুযোগ দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজিব সিনহাকে। রবিবার বিকেলে রাজভবনে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। তবে এবার এই তলব এড়ালে কি কড়া পদক্ষেপ নেবেন রাজ্যপাল? এর আগে ১৭ই জুন শনিবার বিকেল চারটের সময় রাজভবনে রাজীবকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।
রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসা এবং তার ফল স্বরূপ কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু সেবার পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যস্ত থাকার অজুহাতে কমিশনার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন রাজীব । ফলে রাজ্যপাল একপ্রকার ক্ষুব্ধ হয়েই রাজীব সেনার জয়েনিং রিপোর্ট সই না করে ফেরত পাঠিয়ে দেন নবান্নে। এরপরই ঘোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে যে, রাজীব সিনহা কমিশনার পদ কি যেতে চলেছে? তবে এখনো সেই জয়নিং রিপোর্ট নবান্নেই রয়েছে।ফলে নতুন করে জল্পনা শুরু হয়েছে, দ্বিতীয়বারের এই তলবে যদি রাজিব অনুপস্থিত থাকেন, তবে কি সত্যিই রাজিব সিনহার কমিশনার পদ ত্যাগ হতে চলেছে । উত্তর মিলবে শীঘ্রই।(EVM News)