ঘূর্ণিঝড় ‘মোকা’ চলে যেতেই বঙ্গে তাপমাত্রা কিন্তু ফের ঊর্ধ্বমুখী। সোমবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি বুধবার থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
ঘূর্ণিঝড় মোকা কিন্তু মায়ানমার উপকূলে আছড়ে পড়ার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মায়ানমারের উত্তর উপকূল-সহ বাংলাদেশের কক্সবাজার, মহেশখালি টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় তার ব্যাপক প্রভাব পড়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। বুধবার ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলবে দমকা ঝোড়ো হাওয়া। কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে বলে অনুমান করছেন আবহাওয়াবিদদের। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি থাকবে।(EVM News)