ইভিএম নিউজ ব্যুরো, ১১ ফেব্রুয়ারিঃ এক বিরল মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী থাকলো নাসা। এই প্রথমবার সূর্য থেকে একটা অংশ ভেঙে পড়ছে আচমকাই এবং তা ধরা পড়ল নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপে। ওই টেলিস্কোপে সূর্যকে পর্যবেক্ষণের সময় হঠাৎ দেখা গেল সূর্যের উত্তর প্রান্ত থেকে হঠাৎই একটি গনগনে জ্বলন্ত খন্ড ছিটকে বেরিয়ে আসছে এবং তারপর ওই খন্ডটি সূর্যের চারদিকে দ্রুত ঘুরপাক খাচ্ছে। ফলে একটা ভয়ংকর ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি হয়েছিল। এখানেই শেষ নয় তারপরে জ্বলন্ত পিণ্ডটি প্রায় ৬০° অক্ষাংশ মেরুতে ঘুরতে ঘুরতে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় এই পুরো ঘটনাটি সম্পূর্ণ হতে প্রায় ঘন্টা চারেকের মতো সময় লেগেছিল।
প্রাথমিকভাবে এই দৃশ্যটি দেখে বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন, হতভাগ হয়ে গিয়েছিলেন এই কারণে যে এর আগে কখনোই এরকম কোন ঘটনার রেকর্ড কারুর কাছেই নেই। তবে বিজ্ঞানীদের ধারণা সূর্যের বাইরে থাকা স্তরে থাকা হাইড্রোজেন এবং হিলিয়াম এই ঘটনাটি ঘটিয়েছে।
সৌর পদার্থবিদ স্কট মেকিন্তসের মতে সৌরচক্রে এই ধরনের ঘটনার ঘটে যাওয়ার সম্ভাবনা সব সময় থাকে কিন্তু যেহেতু এটা প্রথমবার ঘটেছে তাই সমস্ত বিজ্ঞানী মহলকে হতবাক করে দিয়েছে।
সূর্যের এই আচমকা ঘটে যাওয়া এই ঘটনা অনেকগুলি প্রশ্ন তুলে দিচ্ছে বিজ্ঞানী মহলে। এই ঘটনা কি তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের পরিবর্তনের কোন ইঙ্গিত দিচ্ছে? কিংবা কৃষ্ণগহ্বরের মতো কোন পরিস্থিতি তৈরি করছে ? এখন উত্তর খোঁজার চেষ্টায় মগ্ন জ্যোতির্বিজ্ঞানীরা ।