শ্রাবনী দাশগুপ্ত, ২৭ এপ্রিলঃ বর্তমান পৃথিবীতে প্রেমের বড়ই অভাব। অবশ্যই সে প্রেম একজন নারী আর একজন পুরুষের প্রেম নয়। এই প্রেম সর্বজনীন। মানুষকে ভালোবাসা। ধর্ম-বর্ণ জাত পাত ভেদাভেদ না করে। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই প্রেমময় বাণীই শুনিয়ে গেছেন আমাদের। এবং এই প্রথম তার পাদুকা নিয়ে আসা হচ্ছে কলকাতায়। কথিত আছে, চৈতন্যদেবের এই পাদুকা পুজো করতেন বিষ্ণুপ্রিয়া দেবী।চোয়াপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্দ্যোগে আয়োজিত হল যোগদান সভা
আর এই উপলক্ষে বাবুঘাটে আয়োজিত হল এক অনুষ্ঠান। গঙ্গাস্নান করে পুজো করলেন মদন মিত্র। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনাও করলেন। বললেন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে মহারাষ্ট্র গুজরাট সর্বত্র মানুষে মানুষের বিভেদ ও অশান্তি সৃষ্টি করছে বিজেপি।
একই সঙ্গে তাঁর বক্তব্য, চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণী সকলেরই অনুসরণ করা উচিত। (EVM News)চোয়াপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্দ্যোগে আয়োজিত হল যোগদান সভা



















