ইভিএম নিউজ ব্যুরো, ১৩ মার্চঃ ভারি বর্ষণের কারণে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এখন বন্যার কবলে। বেশ কিছুদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের কারণেই জলমগ্ন হয়ে পড়েছে ওই সমস্ত এলাকাগুলি। ভারী বৃষ্টির শুরু থেকেই আশঙ্কা প্রকাশ করছিলেন স্থানীয় প্রশাসন। উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধার কার্যবাহিনী।
শহরটি রাজধানী ব্রিসবান থেকে ২১১৫ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত। এখনও পর্যন্ত মোট ১০০ জন বাসিন্দা ঘরবন্দি রয়েছে বলে জানা গিয়েছে । তাদের শনিবারের মধ্যেই শহরটি ত্যাগ করার অনুরোধ করেছেন কুইনল্যান্ডের পুলিশ। হেলিকপ্টারের মাধ্যমে জলবন্দি বাসিন্দাদের উদ্ধার করে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিপদসীমার বাইরে।
জানা গিয়েছে, গত দু’বছর ধরেই বারবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। পাশাপাশি, জানুয়ারি মাসে প্রবল বর্ষণে অস্ট্রেলিয়ায় এমনই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা গত ১০০ বছরে দেখা যায়নি। বার্কটাউনে ২০১১ সালের ভারি বর্ষণের ফলে ৬.৮৭ মিটারের সর্বোচ্চ জলস্তরের রেকর্ডও ভেঙে যায় গত বৃহস্পতি এবং শুক্রবারের মিলিত বৃষ্টিপাতের ফলে। সংবাদমাধ্যম সূত্রে খবরএই দু’দিন মোট ২৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । পাশাপাশি, ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচ্ছিন্ন গালফ কাউন্ট্রি শহর বার্কটাউন থেকে এখন পর্যন্ত মোট ৫৩ জন মানুষকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিকে সেখানে ভারি বৃষ্টিপাত থেকে বন্যার সৃষ্টি হয়। চেষ্টা করা হচ্ছে সেই সকল গৃহবন্দী মানুষদের উদ্ধার করছে।