ইভিএম নিউজ ব্যুরোঃ সাদা ধরবধবে বরফে ঢাকা উপত্যকা, তার মাঝে স্বচ্ছ কাঁচে ঘেরা ডোম থুড়ি, ইগলু । তবে চাইলেও এই তে থাকা যাবে না বরং, বসে পেট পুজো করার পুরোদস্তুর আয়োজন থাকবে এই গ্লাস ঈগলুর ভিতর। এর ইগলুতে ভিতর বসে গরম কাওয়ায় চুমুক দিতে দিতে উপভোগ করা যাবে উপত্যকার বরফ ঘেরা সৌন্দর্য ৷ উত্তর কাশ্মীরের বারামুল্লার গুলমার্গে বরফের মাঝে এমনই রোমাঞ্চকর রেস্তোরাঁ চালু করেছে কোলাহোই গ্রিন হাইটস হোটেল ৷ ভারতের এই প্রথম গ্লাস ইগলু রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার বলেন, “২০২১ সালে এই হোটেল গুলমার্গে একটি বরফের ইগলু তৈরি করেছিল যা এশিয়ার বৃহত্তম ৷ এর টানে বহু পর্যটক এখানে এসেছিলেন ৷” ফিনল্যান্ডে এই ধরনের গ্লাস ইগলু বেশ জনপ্রিয়। সেই ভাবনা নিয়ে ভারতে গ্লাস ইগলু তৈরি করেছে হোটেল কর্তৃপক্ষ ।ইতিমধ্যেই এই ইগলু ক্যাফেতে ভিড় জমাতে শুরু করে দিয়েছে পর্যটকরা ৷

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর