নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ছুটির দিন সাতসকালে জাতীয় সড়কের ওপর বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল, এক চিকিৎসকের। আহত হলেন তাঁর গাড়িতে থাকা আরও দুই সহযাত্রী। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার ভোরে দীঘাগামী ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর বেপরোয়া গতিতে লরি চালাচ্ছিলেন এক চালক। সেই পথেই খড়্গপুর থেকে নিজের গাড়িতে সস্ত্রীক দীঘায় যাচ্ছিলেন, এক চিকিৎসক। সঙ্গে ছিলেন তাঁর আরও তিন সহযাত্রী। জাতীয় সড়কের ওপর নারায়ণগড় থানার উকুনমারী এলাকায় লরিটি বেপরোয়া গতিতে চিকিৎসকের গাড়িটির গা ঘেঁষে ওভারটেক করার সময়, তাঁর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলে, গাড়ি থেকে নেমে ওই লরিচালককে ঘিরে ধরেন, চিকিৎসক ও তাঁর সহযাত্রীরা। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, লরিটির সামনে দাঁড়িয়ে সেটি আটকানোর চেষ্টা করেন ওই চিকিৎসক। কিন্তু বেপরোয়া চালক ওই চিকিৎসকের উপর দিয়েই গাড়ি চালিয়ে দান বলে অভিযোগ। ঘটনার জেরে লরির চাকায় পিষ্ট হয়ে সেখানেই মৃত্যু হয়, গৌতম মুখোপাধ্যায় নামে ওই চিকিৎসকের। আহত হন তার দুই সহযাত্রীও।
ঘটনার পরেই, উত্তেজনা ছড়ায় জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করলে, দু’দিকের গাড়ি চলাচল বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে, তাঁদের ঘিরে জাতীয় সড়কের এই অংশে নজরদারির গাফিলতি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের কোনওমতে বুঝিয়ে, রাস্তা থেকে সরিয়ে দিয়ে ফের যান চলাচল শুরু করে পুলিশ। চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি, আহতদের স্থানীয় মকরামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।