ব্যুরো নিউজ, ২৬ সেপ্টেম্বর: বুম্বাদাকে শুভেচ্ছাবার্তা বিগ বি-র
পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘দশম অবতার’। আর সেই ছবির ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই সর্বত্র প্রশংসিত হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ বার ‘দশম অবতার’- এর ট্রেলার দেখে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন স্বয়ং। ‘বাইশে শ্রাবণ’-এর ১২ বছর পর আবারও প্রবীর রায়চৌধুরীর চরিত্রে বড় পর্দায় প্রসেনজিৎ।
ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে টাকা জালিয়াতি!
সোমবার সকালে ছবির ট্রেলার সমাজমাধ্যমে শেয়ার করে বিগ-বি লিখেছেন, ‘‘বুম্বা, প্রত্যেক বারের মতোই তোমার জন্য শুভকামনা’’। অমিতাভের সঙ্গে প্রসেনজিতের সুসম্পর্কের কথা একাধিক বার স্বীকারও করেছেন প্রসেনজিৎ। ‘দশম অবতার’ নিয়ে অমিতাভের থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ। তিনি আনন্দবাজার অনলাইনকে জানান, ‘‘ওনার মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা পেয়ে আমি অভিভূত। আমাদের পুরো টিমের কাছেই এটা ‘প্রাপ্তির’। ওনার শুভেচ্ছা এই বছরের শারদীয়া উৎসবে আলাদা মাত্রা যোগ করল। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ’’। ইভিএম নিউজ