কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঐতিহাসিক ঘোষণা। সরস্বতী পুজোর জন্য টেন্ডার ডাকতে হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সাম্প্রতিক সময়ে এটি নজিরবিহীন একটি ঘটনা। বিশ্ববিদ্যালয়ের তরফে দুই দফায় টেন্ডার ডাকা হয়েছে। তা বলে সরস্বতী পুজোর জন্য টেন্ডার? এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আশিস চট্টোপাধ্যায় বলেন, যেহেতু এখানে কোনও ছাত্র সংসদ নেই, তাই টাকা খরচা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকেই টাকা খরচ করতে হবে। আর সেই টাকা খরচ করতে হলে টেন্ডার ডাকতেই হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম এটাই। আর তাই টেন্ডার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই দুই দফার টেন্ডারে দরপত্র চাওয়া হয়েছে। একটি দরপত্রে বলা হয়েছে পুজোর মণ্ডপ সজ্জা, আল্পনা,অন্যান্য সাজসজ্জার জন্য। অন্য দরপত্রটি খাবারের জন্য। সেই খাবারের মেনুতে থাকবে, গোবিন্দ ভোগ চালের খিচুড়ি, আলুরদম, বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি এবং নলেন গুড়ের রসগোল্লা।
বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে অবাক শিক্ষা থেকে শুরু করে রাজনৈতিক মহলও। অতীতে ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত হয়েছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। আর তাই সরস্বতী বন্দনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুজোর খরচের ব্যাপারে আর কোনও ঝুঁকিই নিতে চাইছেন না। তাই এইবার চাঁদার বিল বইয়ের বদলে টেন্ডার নোটিশ।