২০২৪ এর লোকসভা ভোটের আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হল। আর সেখানেই মহিলা এবং বয়স্কদের বিশেষ সুবিধা ঘোষণা করলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জনধন যোজনার পর কেন্দ্রীয় উদ্যোগে এবার দেশের মূলত নিম্নবিত্ত পরিবারের মহিলাদের জন্য ২০২৩ সালের বাজেটে বিশেষ সঞ্চয় প্রকল্প ‘মহিলা সম্মান পত্র’ চালু করার প্রস্তাব দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। দু’ বছরের মেয়াদে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যাবে এতে। এই এককালীন স্বল্পসঞ্চয় খাতে সুদের হার হবে, বাৎসরিক ৭.৫ শতাংশ। এই প্রকল্পের মেয়াদ থাকবে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত। নূন্যতম দুবছরের জন্য সঞ্চয় করতে পারবেন মহিলারা। যদিও আমানতকারীরা প্রয়োজনে আংশিক টাকা তুলে নিতে পারবেন। এদিকে প্রবীণ নাগরিকদের সেভিং স্কিমেও বেশকিছু রদবদল ঘটিয়েছে কেন্দ্র। প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পের আমানতের পরিমাণ আগে ছিল ১৫ লক্ষ টাকা। নতুন বাজেটে তা বাড়িয়ে করা হল ৩০ লক্ষ টাকা।