ইভিএম নিউজ ব্উুর,৬  মার্চঃ ” ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল”…বসন্তের কোন এক সকালে  রবীন্দ্রনাথের এই গানটি বেজে উঠলেই আমরা বুঝতে পারি যে হোলি এসে গিয়েছে।   উৎসবের  প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোটা  দেশে। আর কলকাতার অলিতে গলিতেও   বসে গিয়েছে হরেক রঙের মেলা।

রঙ , পিচকারি আর আবিরের সাথে  রয়েছে বিভিন্ন ঢঙের  সাজ সরঞ্জাম। গ্রাহকরাও ইতিমধ্যেই  জমায়েত করে নিজেদের পছন্দমত সামগ্রী  কেনাকাটা করা শুরু করে দিয়েছে। প্রত্যেক বছরের তুলনায় এ বছরে  চাহিদা বেড়েছে দেশীয় রঙের। এতে যথেষ্ট খুশি গ্রাহকেরা।তাই  অনুমান করা যাচ্ছে চীনা পণ্যের  চাহিদা  অন্যান্য বছরের তুলনায় অনেক কমে গিয়েছে।

একই ছবি দেখা গিয়েছে  দিল্লির বিখ্যাত সদর বাজারে। গাজিয়াবাদের এক  বাসিন্দা নাম রোহিনি গুপ্তা  জানিয়েছেন,  তিনি যা কিছু কিনেছেন সবটাই ভারতীয় পণ্য। বিদেশি পণ্যের কোন প্রয়োজন নেই । উল্লেখযোগ্য ভাবে ২০২০ সালের পর থেকে মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চাইনিজ সামগ্রিক ত্যাগ করেছে বহু মানুষ। আর তাতেই  চিনা পণ্যের চাহিদা  বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর