ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মেঃ (Latest News) বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্পতালুকে বেসরকারী লৌহ ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা (Iron Factory Furnace Blast)। ভাটি ফেটে গুরুতর আহত ১৫ জন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ সকালের শিফটের কাজ শুরু করেন শ্রমিকেরা। ব্লাস্ট ফার্নেসের কাছে কাজ করছিলেন প্রায় ২৫ জন শ্রমিক। তখনই ব্লাস্ট ফার্নেসে বিস্ফোরণ ঘটে। ঝলসে যান প্রায় ১৫ জন শ্রমিক। তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। দগ্ধদের মধ্যে গুরুতর অবস্থা মোট ৭ জন। তাদের সকলকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরের চেষ্টা চলছে।
এই প্রসঙ্গে বড়জোড়ার আইএনটিটিইউসির সভাপতি পার্থ গুইন বলেন, মেটাল কারখানার আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকেরই ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।
অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে কারখানার রক্ষণাবেক্ষণ নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন তারা। বারবার অভিযোগ করা সত্ত্বেও এই ব্যাপারে কোনোরকম পদক্ষেপ নেয়নি কারখানা কর্তৃপক্ষ। আর এর জেরেই মঙ্গলবারের বিস্ফোরণ বলে অভিযোগ তাদের। আহতদের ক্ষতিপূরণের দাবি তুলেছেন শ্রমিকদের একাংশ। তবে বিস্ফোরণের পর মুখে একেবারে কুলুপ এঁটেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে তাদের কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত।(EVM News) বাজি ? নাকি বোমা? রাজ্যে এক সপ্তাহে চার চারটে বিস্ফোরণ! মৃত ১৬