বড়দিনের

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর: বড়দিনের আগে সাজো সাজো রব! সেন্ট থমাস চার্চের পুনঃ প্রতিষ্ঠা

বড়দিনের আগে সাজো সাজো রব! সেন্ট থমাস চার্চের পুনঃ প্রতিষ্ঠা। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিদ্যানগরে সেন্ট থমাস চার্চ এর পুনঃ প্রতিষ্ঠা করা হলো। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক-সহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন খ্রীস্ট ধর্মাবলম্বী বিশপরা।

ভারতের পক্ষ নিয়ে বিপাকে চঞ্চল! হতে পারেন বয়কট!

বিশপদের মতে, আজ বিদ্যানগরে সেন্ট থমাস মন্ডলীকে নতুনভাবে ঈশ্বরের নামে উৎসর্গ করতে তারা সমবেত হয়েছেন। ‘মন্ডলী’ শব্দটি গ্রিক শব্দ, যার অর্থ ‘প্রভুর গৃহ’। সোমবার সকালে মন্ত্রী স্বপন দেবনাথ, বিশপ-সহ অসংখ্য সাধারণ মানুষ এই শোভাযাত্রায় যোগ দেন, চার্চে আসেন এবং নতুন ভাবে সংস্কার করা চার্চের দ্বারোদঘাটন করেন। এরপর প্রভু যীশুর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়।

মন্ত্রী স্বপন দেবনাথ সমস্ত ধর্ম গুরুদের মত অনুসরণ করে গুরু নানকের কথায় বলেন, সবার প্রথমে তুমি একজন মানুষ তারপর তুমি হিন্দু, মুসলমান বা খ্রিস্টান। তিনি আরো বলেন, এই একই কথা চৈতন্য মহাপ্রভু ও বলেছিলেন। সব ধর্মের মূল কথাই এক। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর