ব্যুরো নিউজ, ২০ সেপ্টেম্বর: ময়লা ফেলাকে কেন্দ্র করে বচসা | চলল গুলি!
ময়লা ফেলাকে কেন্দ্র করে কসবায় চলল গুলি। মঙ্গলবার রাতে ময়লা ফেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিবাদ এক যুবকের। ঘটনাটি ঘটেছে কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে। অভিযুক্ত সৌমিত মন্ডলকে রাস্তার উপর ময়লা ফেলতে বাধা দেওয়া হলে, সে ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যটি ব্ল্যাঙ্ক ফায়ার হয়। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
বার্সেলোনায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী | বিশ্বের ব্যবসায়ীদের আমন্ত্রণ
ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও, বুধবার ভোরে সে ফিরে আসে নিজের বাড়িতে। তখনই তাঁকে আটক করে কসবা থানার পুলিশ। নিজেকে পুলিশের ছেলে বলে পরিচয় দিয়ে এলাকায় ত্রাস ছড়িয়ে রেখেছিল অভিযুক্ত যুবক। ইভিএম নিউজ