ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুনঃ(Latest News) পাকিস্তানের সমস্ত বিশ্ববিদ্যালয়ে হোলি সহ অন্যান্য হিন্দু ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন এই নিষেধাজ্ঞা জারি করেছে। জুন মাসের ১২ তারিখে পাকিস্তানের ‘কয়েদ ই আজম’ বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র-ছাত্রী হোলি উৎসবে মেতে ওঠে। যদিও ভারতবর্ষে হোলি হয়ে গেছে আগেই। যাই হোক, ওই ছাত্র-ছাত্রীদের হোলি খেলার ভিডিও ভাইরাল হয় এবং তার পরই পাকিস্তানের উচ্চশিক্ষা সংসদ বা হায়ার এডুকেশন কমিশন এই নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞায় বলা হয়েছে “হিন্দু ও অন্যান্য ধর্মের এই সমস্ত অনুষ্ঠান ইসলামিক রীতির পরিপন্থী, তাই অন্য ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করা যাবে না।”(EVM News) ভারতীয় নাগরিকদের উপর কি CAA-এর কোন প্রভাব পড়বে?