ইভিএম নিউজ ব্যুরো, ২৩ মেঃ আলিপুরদুয়ার পৌরসভার ১৭ নং ওয়ার্ড সংলগ্ন নোনাই নদী থেকে ডুবন্ত শিশুর মৃতদেহ উদ্ধার করল স্থানীয় যুবকরা। জানা গেছে, সোমবার বিকেল ৩:৩০ মিনিট নাগাদ প্রতিবেশী বান্ধবীর সঙ্গে নোনাই নদীতে স্নান করতে যায় এলাকার বছর ৮ এর মৌমিতা রায়। সেই সময় অপর বান্ধবী স্নান করতে গিয়ে জলে ডুবতে থাকে, তৎক্ষনাত বান্ধবীকে উদ্ধার করতে নদীতে নামে মৌমিতা। হাত ধরে টেনে বান্ধবীকে উদ্ধারও করে মৌমিতা, কিন্তু আচমকাই পা পিছলে নোনাই নদীর গভীর জলে ডুবে যায় সে। মৌমিতাকে ডুবতে দেখেই আতঙ্কে ছুটে গিয়ে পরিবারের লোক ও আসপাশের বাসিন্দাদের চিৎকার করে সমস্ত ঘটনা জানায়। এরপরেই ছুটে আসেন স্থানীয় যুবকরা। নদীতে ঝাপিয়ে পরে ডুবন্ত মৌমিতার দেহ উদ্ধারে খোঁজ শুরু করে। খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। ঘটনাস্থলে পৌঁছান আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। নির্দিষ্ট সময়ে পুলিশ পৌঁছলেও বিপর্যয় দপ্তরের কর্মীদের পৌঁছতে অনেকটাই সময় লেগে যায়। এদিন বিকেল ৫ঃ৩০ মিনিট নাগাদ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করার আগেই স্থানীয় যুবকরা মৌমিতার দেহ নোনাই নদী থেকে উদ্ধার করে। সেই সময় মৌমিতার দেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা না থাকায় অবশেষে মৌমিতার দেহ কোলাপাঁজা করে টোটোয় চেপে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় যুবকরাই। তাতেই প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলে পুলিশ কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পরবর্তীতে মৌমিতার দেহ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌমিতাকে মৃত বলে ঘোষণা করেন। (EVM News)