নেপালের বিমান দুর্ঘটনায় জীবিত দুজনের অবস্থা অতি সংকটজনক।ইতিমধ্যেই ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।  চলছে ব্ল্যাক বক্সের খোঁজ। বিমান দুর্ঘটনাকে ঘিরে উঠে আসছে একের পর এক মর্মান্তিক খবর। পশুপতিনাথে পুজো দিতে যাওয়ার ঘটনা থেকে শুরু করে কো-পাইলটের মর্মান্তিক মৃত্যুর ঘটনা।
উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা সোনু জয়সওয়াল। দুটি মেয়ের পর পুত্র সন্তান লাভের ফলে পশুপতিনাথে পুজো দিতে গিয়েছিলেন সোনু ও তাঁর বন্ধুরা । সেখানে তাঁদের প্যারাগ্লাইডিং করার কথাও ছিল । কিন্তু আর ফেরা হলনা তাঁদের । গত ১০ জানুয়ারি নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। ফেরার কথা ছিল এই মঙ্গলবার। সোনু সহ চারজন ছাড়া শনাক্ত করা গিয়েছে সঞ্জয় জয়সওয়াল নামে এক ব্যক্তিকে। অন্যদিকে , বিমানটিতে কর্মরত থাকা কো -পাইলট অঞ্জু কাঠিওয়ারা। ১৬ বছর আগে একই ভাবে নেপালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর স্বামীরও । বিগত ২ -৩ দশকে প্রায় ২৭ টি বিমান দুর্ঘটনায় সাক্ষী থেকে গিয়েছে নেপাল। কেন এতবার দুর্ঘটনার শিকার নেপাল বিমান পরিষেবা ? সেটাই খতিয়ে দেখছে উড়ান মন্ত্রক। একেরপর এক দুর্ঘটনার ফলে হিমালয়ের কোলে উড়ান পরিষেবা আগামীদিনে কতটা সচল থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর