ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মেঃ (Latest News) চারপাশে ঘন সবুজ গাছ। আর তার মাঝখান দিয়ে চলে গিয়েছে নীল রংয়ের পিচের রাস্তা। আর নিজেড় গাঁটের কড়ি খরচা করে এমন দৃশ্য দেখার জন্য বিদেশে যাওয়ার দরকার নেই। এই দুর্দান্ত সুন্দর রাস্তার দেখা মিলবে এবার বাংলাতেই।পিচের সঙ্গে প্লাস্টিক মিশ্রিত রাস্তা অবশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে বঙ্গবাসীর।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার রায়না-২ ব্লকের বুকে একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তা তৈরি হয়েছে। ২৯ মে রাজ্য প্রশাসনের তরফ থেকে উদ্বোধন হয়ে গেল এই রাস্তার। ৩২০ মিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরিতে খরচ হয়েছে ২২ লক্ষ ৯৪ হাজার টাকা। আর এই রাস্তার বিশেষত্ব হল পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তার উপর নীল কোটিং দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সাধারণ রাস্তার থেকে দুই বা তিনগুণ বেশি সময় পর্যন্ত টিকবে প্লাস্টিকের এই রাস্তা। তীব্র গরমে কালো পিচের রাস্তা শুধু যে ফেটে যায় তাই নয়, এমনকি পিচও গলে যায়। এক্ষেত্রে সেই সুযোগ কম। রাস্তায় জল জমার প্রবণতাও থাকবে অনেক কম। দূষণও হবে কম। প্লাস্টিক থেকে দূষণ যাতে না ছড়ায়, সেই কারণেই এই ধরনের নয়া উদ্যোগ নিল রাজ্য।
রাজ্যজুড়েই প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা গড়া হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়, “এর ফলে রাস্তা আরও মজবুত হচ্ছে। দ্রুত রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা নেই। আবার পরিবেশের প্লাস্টিক ব্যবহার করার ফলে তা আর পরিবেশের ক্ষতিসাধন করতে পারছে না। পিচের সঙ্গে ১০ শতাংশ হারে বর্জ্য প্লাস্টিকের টুকরো ব্যবহার করে রাস্তা তৈরি করা হয়েছে। হাওড়ায় ব্যবসায়ীকে হুমকির ঘটনায় নাম জড়াল ক্রিকেটার মনোজ তিওয়ারির
এদিকে, জেলার শীর্ষ স্থানীয় নেতৃত্বর বক্তব্য, নীল রাস্তার খরচ একটু বেশি। পাশাপাশি, এই রাস্তার উপরের স্তরে প্রলেপ দিতে পিচের সঙ্গে প্লাস্টিক মেশানো হয়। পিচ, কুচি পাথর, প্লাস্টিক বর্জ্য মিশ্রিত করে রাস্তায় দেওয়া হয়। প্লাস্টিক বর্জ্য দিয়ে নীল রাস্তা আমাদের রাজ্যে এই প্রথম।(EVM News)