ইভিএম নিউজ ব্যুরো, ১৯ মেঃ পরীক্ষার ৭৬ দিনের মতোই ফল প্রকাশ করল মাধ্যমিক পর্ষদ ! এবারে মোট পরীক্ষার্থী সংখ্যা ৬ লক্ষ্য ৮৩ হাজার ৩২১ জন, মোট মহিলা পরীক্ষার্থীর ২২% ছিল, মহিলাদের পাশের হার এবারের মাধ্যমিকে অনেক শতাংশ বেড়েছে, এবারের এক লক্ষের বেশি মাধ্যমিক পরীক্ষার্থী এবারে ফেল করেছে!ুপুর ১২ টার মধ্যে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে মাধ্যমিকের ফল ! ৪৪ হাজার শিক্ষক মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছেন ! এবারের মাধ্যমিকে প্রথম হল কাটোয়ার দেবদত্তা মাঝি। প্রাপ্ত নম্বর ৬৯৭।
দ্বিতীয় পূর্ব বর্ধমানের শুভম পাল, মালদহের রিফত হাসান সরকার। প্রাপ্ত নম্বর ৬৯১।
তৃতীয় অর্ক মণ্ডল, সৌম্যদীপ মল্লিক, মহম্মদ ইমতিয়াজ, মাহির হাসান, সরোজ পাল, অর্ঘ্যদীপ সাহা। প্রাপ্ত নম্বর ৬৯০। এবারই প্রথম প্রতিটি মার্কশিটে এবার দেওয়া থাকছে কিউআর কোড। পাশের হারে সর্বোচ্চ পূর্ব মেদিনীপুর, ৯৬.৮১ শতাংশ। দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা। মেধা তালিকায় ১৬টি জেলা থেকে রয়েছে ১১৮ জন।
কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা। ৬৯৭ নম্বর পেয়েছে সে। ভবিষ্যতে হতে চাই ইঞ্জিনিয়ার!
রেজাল্ট বেরনোর পর প্রথম প্রতিক্রিয়া দেবদত্তার। বলল, টিভি খুলে রাখিনি। ফোন থেকে জানল মা। এতটা ভাবিনি। তবে একটা আশা তো ছিলই। ভেবেছিলাম, এক থেকে দশের মধ্যে থাকব। খুবই ভাল লাগছে। প্রতিটি বিষয়ের জন্য গৃহশিক্ষক ছিল। ভৌত বিজ্ঞান মা পড়াত। দিনে দশ-বারো ঘণ্টার বেশি পড়তে পারতাম না। সকালে আটটার আগে উঠতে পারতাম না। রাত সাড়ে এগারোটা পর্যন্ত পড়তাম। পড়াটাই ভালবাসি। আইপিএল ভালবাসি। দেখার সময় পাইনি। অঙ্ক ও ফিজিক্স নিয়ে পড়তে চাইছি। আইআইটিতে পড়ার ইচ্ছে। পরিবার পরিজনরা উচ্ছ্বসিত। প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন বাড়িতে। চলে এসেছেন শিক্ষকরাও।
ডাক্তার হতে চায় মাধ্যমিকে পঞ্চম অন্বেষা চক্রবর্তী। ফল ঘোষণার পর দারুণ খুশি| বলল, বাবা টিভিতে মেরিট লিস্ট শুনছিলেন। মা সবসময় আমার পড়ার ব্যাপারে গাইড করতেন। কখন কোনটা পড়তে হবে, মনে করিয়ে দিতেন। ইতিহাস পড়তে একটু ভয় লাগত। শিক্ষকরা মেসেজ করে অভিনন্দন জানিয়েছেন। এখনও কারও সঙ্গে দেখা হয়নি। প্রিয় শখ আবৃত্তি করা আর গল্পের বই পড়া। প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
মাধ্যমিকে এবার পাশের হার ৮৬.১৫ শতাংশ।
প্রথম বিভাগে পাশ ১৩.৬৭ শতাংশ।
মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৬ জন।
চতুর্থ হয়েছে তিনজন।
পঞ্চম হয়েছে অন্বেষা চক্রবর্তী, এসান পাল, রূপায়ণ পাল, অনুশ্রেয়া দাস, শুভজিৎ দেব। এদের প্রাপ্ত নম্বর ৬৮৮
ষষ্ঠ হয়েছে বিদিশা কুণ্ডু, অনীক বারুই, সৌম্যজিৎ দাস, সৌম্যজিৎ নাইন, সূর্যেন্দু মণ্ডল, অপূর্ব সামন্ত, প্রাণীল জশ, সতীর্থ সাহা, রায়ান আবেদিন, ঋদ্ধিশ দাস, সুচেতনা রায়। এদের প্রাপ্ত নম্বর ৬৮৭ (EVM News)