ইভিএম নিউজ ব্যুরোঃ নিয়োগ দুর্নীতির টাকা দিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যেত ২৫কেজির ইলিশ। হুগলির যুবনেতা কুন্তল ঘোষ নিজে গাড়ি করে সেই মাছ পৌঁছে দিত পার্থর বাড়ি।এবার ইডির জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্যের খোঁজ মিলল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের কথায়, নিয়োগ দুর্নীতির টাকায় ইলিশ মাছ খেতে কুণ্ঠাবোধও করেননি পার্থবাবু।কীভাবে পৌঁছে যেত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‌্যায়ের হাতে নগদ টাকা পৌঁছে যেত, সেই সম্পর্কেও বেশ কিছু তথ‌্য এসেছে ইডির হাতে।
ইডির দাবি, গত বছরের জুলাই মাসে পার্থ চট্টোপাধ‌্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ‌্যায়ের কাছ থেকে যে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, তার একাংশ কুন্তল ঘোষের কাছ থেকে এসেছে। শুক্রবার আদালতের আবেদনেও ইডি জানিয়েছে, পার্থ চট্টোপাধ‌্যায়ের হাতে সরাসরি নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছত। ইডি জানিয়েছে, কুন্তলকে জেরা করে জানা গিয়েছে যে, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত কুন্তল ঘোষ নিজেই দফায় দফায় পার্থ চট্টোপাধ‌্যায়ের দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে গিয়ে কয়েক কোটি দিয়ে আসেন।
পার্থ টাকা নিলেও সেই বিপুল পরিমাণ টাকা নিজের কাছে না রেখে লোক মারফৎ পাঠাতেন অর্পিতা মুখোপাধ‌্যায়ের ফ্ল‌্যাটে। ফলে অর্পিতার ফ্ল‌্যাট থেকে উদ্ধার হওয়া টাকার মধ্যে কুন্তলের দেওয়া টাকা ছিল বলে নিশ্চিত ইডি। তবে ইডি সূত্রে জানা যাচ্ছে, শুধু টাকায় সন্তুষ্ট হতেন না পার্থ চট্টোপাধ‌্যায়।উপহার নেওয়া পছন্দ করতেন তিনি। নামিদামি ব্রান্ডের জিনিস থেকে শুরু করে বর্ষার সেরা ইলিশ। পার্থ চট্টোপাধ্যায়ের মন জয় করার জন্য প্রথম শ্রেণীর এজেন্টরা কোন প্রচেষ্টা বাকি রাখতেন না। ২০১৯ সালের বর্ষায় কুন্তল ঘোষ কোলাঘাট থেকে টাটকা ২৫ কিলো ইলিশ কেনেন। এমনকী, ইডির কাছে খবর টাকার মতো ওই ইলিশের অংশও পার্থ তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতাকেও পাঠিয়েছিলেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর