দার্জিলিং -এ বুদ্ধ জয়ন্তী উৎযাপন

স্বপন পাল, দার্জিলিং, ৫ মেঃ (Latest News)  প্রতি বছরের ন্যায় এ বছরও বুদ্ধ পূর্ণিমা (বুদ্ধ জয়ন্তী)  উপলক্ষে আজ দার্জিলিং-এ এই দিনটি  উদযাপন করা হলো ।

দার্জিলিং এর বিভিন্ন  মঠের বুদ্ধ ধর্ম বিশ্বাসী মানুষজন দার্জিলিংয়ের ম্যালে  উপস্থিত হয়ে এই দিনটি উদযাপন করলো ধুমধামের সঙ্গে । সকালে  বিভিন্ন স্থান থেকে  বৌদ্ধ সন্ন্যাসীরা উপস্থিত হয় দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র চৌরাস্তায়। বেশ কয়টি মঠ অংশ নেয় তাদের মধ্যে, যেমন- ডালি মঠ, ভুটিয়া বস্তি মঠ,কাক ঝরা মনেস্ট্রি আলুবাড়ি মঠ, তং সং মনেস্ট্রি।

ভিক্ষুরা (লামা) দার্জিলিং চৌরাস্তায় এই উপলক্ষে ভগবান বুদ্ধের পূজার আয়োজনে তারা যোগ দিয়েছিল। বিভিন্ন স্থান থেকে বুদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষরা  জড়ো হয়েছিল  সকালে অনুষ্ঠান প্রাঙ্গনে।

স্থানীয় ডালি পুলিশ লাইন থেকে দার্জিলিং রেলস্টেশন  হয়ে, আলুবাড়ি টিএন রোড চৌরাস্তা, ভুটিয়া বস্তি  সিআর দাস রোড  হয়ে চৌরাস্তায় এসে  শেষ হয় শোভাযাত্রা।

এই উপলক্ষে পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও, অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর